কুমারখালী প্রতিনিধি: কুমারখালী গড়াই নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজের পর নদী থেকে মোঃ ফারুক হোসেন (৩০) নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে কুমারখালী ফায়ার সার্ভিসের একটি টিম। (২১) মার্চ দুপুর ১ টার সময় এলঙ্গী শরিফ মেম্বারের বাড়ির সামনে গড়াই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফারুক এলঙ্গী পাড়ার সাইদুল ইসলামের ছেলে। জানা যায়, সোমবার দুপুরে মারুফ নদীতে সাঁতার কেটে এপার হতে ওপার যাওয়ার সময় ডুবে নিখোঁজ হয় । নদীতে খোঁজাখুঁজি করে না পেয়ে কুমারখালী ফায়ার ষ্টেশনে এলাকাবাসী খবর দিলে। কুমারখালী ফায়ার সার্ভিসের একটি টিম এসে গড়াই নদীতে খোঁজখুজির এক পর্যায়ে ফারুকের মরদেহ উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেন কুমারখালী ফায়ার সার্ভিসের টিম লিডার আয়ুব আলী, এই সময় তিনি বলেন,ফায়ার ষ্টেশনের একটি টিম নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার করে। এই সময় তম্ময় হলদার নার্সিং এটেনডেন্ট সহ একটি টিম খোঁজাখুঁজি করে মরদেহ উদ্ধার করে কুমারখালী হাসপাতালে পাঠানো হয়।