দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় দিবস টি পালন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে এবং মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সংসদ সদস্য সরোয়ার জাহান বাদশা, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ দলীয় নেতা কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তেলন ও সালাম গ্রহণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য সরোয়ার জাহান বাদশা, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, কাউসার হোসেন, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, সর্দার তোহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়া উপজেলার গোয়ালগ্রাম কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।