স্টাফ রিপোর্টার “জাতীয় জাগরণের লক্ষ্যে সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে যাও” এই শ্লোগানকে সামনে রেখে ‘ঐতিহাসিক অগ্নিঝরা মার্চ’-১৯৭১ স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় কুষ্টিয়া জেলা জাসদের উদ্দোগে পতাকা র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে এক বর্ণাঢ্য পতাকা র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একতারা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা জাসদের সভাপতি গোলাম মহসীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক অসীত সিংহ রায় সহ জেলা ও উপজেলা জাসদের নেতৃবৃন্দ। যারা দেশে অপরাজনীতির মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করতে চাই, দল-মত নির্বীশেষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের সরকারের প্রতি দাবি জানান বক্তরা।