নিজস্ব প্রতিনিধি : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল অদ্য ০৩ মার্চ ২০২১ ইং তারিখ সকাল ১০.৩০ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ কুমারগাড়া বিটিসি মোড় সংলগ্œ জনৈক মোঃ গোলাম রসুল (৫২) এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিদেশী মদ ০১ বোতল। যাহার অনুমান মূল ৩০০০/-(তিন হাজার) টাকা, বিয়ার ০৭ বোতল। যাহার মূল্য অনুমান (৭ঢ৩০০)= ২১০০/-(দুই হাজার একশত) টাকা সহ ০১ জন আসামী মোঃ আব্দুল হাদী খাঁন (৬০), পিতা-মৃত-সাবজ্জান, সাং-কুমারগাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।