জুয়েল রানা : কুষ্টিয়ার সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম চাচাতো ভাইয়ের জমির সীমানা সরানোকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের পরিবারের ৬ জন গুরুতর আহত হয়। পরিবার সূত্রে জানতে পারি যে আজ ৩০/০১/২০২১ তারিখ সকাল ৭ঃ৩০ দিকে দুই পরিবারের মধ্যে জমির সীমানা সরিয়ে অন্য যায়গা দেওয়ার কারনে আপন চাচাতো ভাইয়ের মধ্যে এই সংঘর্ষ হয়।
মোঃ রবিউল ইসলাম (৪০), পিতা হোসেন আলী সহ তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে এলোপাতারী ভাবে কুপাতে থাকলে, আহত হয় ১/মোঃ মতিয়ার (৪৫) পিতাঃ মোকাদ্দেস ইসলাম।২/ মোছাঃ রুজিনা খাতুন(৫০) জং মোঃমোকাদ্দেস। ৩/ আলমগীর ইসলাম(২৫) পিতা।৪/ ইসমাইল ইসলাম (২০) পিতাঃ মতিয়ার ইসলাম।৫/নুরুল ইসলাম,পিতাঃ ছের আলী।৬/মুসা ইসলাম (২৫) পিতা মৃত ওমর আলী।
মারামারির স্থান থেকে এদেরকে উদ্ধার করে গ্রামের জন সাধারন পরে তাদেরকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনা স্থলে ইবি থানা পুলিশ এসে সব কিছু নিয়ন্ত্রনে আনে। দুই পক্ষ থানায় অভিযোগ করছে, মামলা প্রস্তুতি চলছে