দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে এম. ই স্কুলের শতবর্ষ ও তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর উদ্যাপন অনুষ্ঠান শেষ হয়েছে। গতকাল শনিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দু’দিন ব্যাপী এ আয়োজন শেষ হয়। দ্বিতীয় দিনের অনুষ্ঠান গতকাল দুপুর ১২ শুরু হয়। তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব সরদার মো. ওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, মো. আবু তাহের, সাবেক সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া, হযরত আলী, আলমগীর হোসেন ও আবু তাহের। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও রতœগর্ভা মা সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সমন্বয়ক হাজী মো. আতিয়ার রহমান। বক্তব্য রাখেন, তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম ও প্রাক্তন কৃতি ছাত্র সুলতান সালাউদ্দীন সহ অনেকে। অনুষ্ঠান পরিচালনায় অব্যবস্থাপনা ও অগুছালো হলেও বিরক্তি নিয়ে অনুষ্ঠানে উপস্থিত তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা অনুষ্ঠান উপভোগ করেন।