স্টাফ রির্পোটার
কুষ্টিয়া জেলার নবাগত পুলিশ সুপার মোঃ খাইরুল আলম মহোদয়কে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) কুষ্টিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া সদর সার্কেল এবং মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ। পরবর্তীতে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপার মহোদয়কে ফুল দিয়ে বরণ এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
