মাসুদ রানা,মোংলা
বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং (মোংলা – রামপাল) বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মোংলা প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের হল রুমে রবিবার আসর বাদ এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বেগম হাবিবুন নাহারসহ বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার মা রিজিয়া নাসের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোংলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব এইচ এম দুলাল, সাবেক সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক হাসান গাজী, সাবেক সহ সভাপতি আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম ও সাংবাদিক নুর আলম শেখ প্রমুখ ।