রবিবার্তা ডেস্ক : পাবনায় অবৈধ অস্ত্রসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার কোমরপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পাবনা সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের ইদ্রিস খানের ছেলে জিল্লু আলী (২৩) ও সেলিম শেখের ছেলে আরিফুল ইসলাম (২৫)।
রোববার (৩ জানুয়ারি) সকালে র্যাব-১২ এর পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন অবৈধ অস্ত্র কেনাবেচাসহ সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, (রোববার) সকালে অস্ত্র ও বিস্ফোরক আইনে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরের দিকে তাদেরকে আদালতে হাজির করা হবে।