রবিবার্তা ডেস্ক : বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়া জেলা শাখার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় দিনমনি মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কাজী আব্দুর রাজ্জাক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো ঃ জাকারিয়া, সহ-সভাপতি কাজী এনামুল হক আসাদ, সাংগঠনিক সম্পাদক আশলাফুল ইসলাম উজ্জল, অর্থ সম্পাদক সালাউদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক শামছে বাজেগা, সহ-ধর্মীয় সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সম্পিাদিকা ফিরোজা বুলবুল, সদস্য সিরাজুল ইসলাম মালিথা, কাজী আফছারুল হক, শামছুল ইসলাম, কুমারখালী উপজেলার সভাপতি শহিদুল ইসলাম, কুমারখালী উপজেলার সম্পাদক সোলায়মান হোসেন । সভায় সংগঠনের কার্যক্রম আরো বেগবান করতে বিভিন্ন বিষয়ে অলোচনা হয়। সেই সাথে আগামী ৩ এপ্রিল ঢাকায় সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে কুষ্টিয়া জেলা শাখার অংশগ্রহনের বিষয়ে আলোচনা করা হয়।