নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৮ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ সময় দুপুর ০১:৩০ ঘটিকায় “কুষ্টিয়া জেলার কুষ্টিয়া পৌরসভাস্থ চৌড়হাস (ফুলতলা) কাঁচা বাজারের সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ইয়াবা- ১০৩ (একশত তিন) পিছ, যাহার মূল্য আনুমানিক ৫১,৫০০/- (একান্ন হাজার পাঁচশত) টাকা, হেরোইন- ০২ গ্রাম, যাহার মূল্য আনুমানিক ৮,০০০/- (আট হাজার) টাকা, নগদ-৪,১৫৫/- (চার হাজার একশত পঞ্চান্ন) টাকা, মোবাইল-০১টি, সীম- ০২ টি সহ ০১ আসামী ১। মোঃ আকবার হোসেন (৩২), পিতা-মৃত আলতাফ হোসেন, সাং- পূর্ব মজমপুর, থানা-সদর, জেলা- কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর আসামী ২। মোঃ রাহাত খাঁন জিম (৩৩), পিতা- মোঃ রাশেদুল হক খাঁন, স্থায়ী সাং- উদয়নগর, থানা- দৌলতপুর, বর্তমান সাং- পূর্ব মজমপুর, থানা-সদর, জেলা- কুষ্টিয়া পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *