দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার পিয়াঁজের বীজ ও সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ১টায় দৌলতপুর কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বিভিন্ন প্রকার সার ও বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে সরকারী কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৌলতপুর প্রাণী সম্পদক কর্মকর্তা ডা. মো. আব্দুল মালেক, দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজ, দৌলতপুর মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, দৌলতপুর মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত সুধীজন ও প্রান্তিক কৃষকগণ। ২৩০ জন প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে ১০ কেজি পিঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।