মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউপির জাফরপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় গত শনিবার ১৮ই সেপ্টেম্বর বিকেলে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাফরপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা এবং হোগলাডাঙ্গী মোহাম্মাদিয়া কামিল মডেল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা শাহ জুঁই কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাঃ আবু মুসা আশয়ারী। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে মুছিদহ বনগ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল কাদের, গঙ্গানন্দদিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুস সালাম, পরানপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ গোলাম মোস্তফা চৌধুরী, তারাপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুল রহিম, জাফরপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম হাফেজ ক্বারী মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *