নিজস্ব প্রতিবেদক : রবিবার রাত সাড়ে ১২টায় কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম এর নির্দেশনায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ একটি নিখুঁত অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত আসামী মোঃ চাঁদ আলী শেখ চন্দন ফকির, পিতা- মৃত শরফ আলী শেখ, সাং- বাড়াদী, কানাবিলের মোড়, থানা ও জেলা- কুষ্টিয়াকে মিরপুর থানাধীন মশান বাজার হতে গ্রেফতার করেন।
মোঃ ছাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, কু্ষ্টিয়া মডেল থানার সহযোগিতায় এসআই(নিঃ)/মোঃ জিয়াউর রহমান, এএসআই(নিঃ)/ আলিফুল ইসলাম, কং/১০২৩ মোঃ রাশেদুজ্জামান ও কং/৩৮২ মোঃ সেলিম রেজাদের সমন্বিত প্রচেষ্টায় আসামি মোঃ চাঁদ আলী শেখ চন্দন ফকির, পিতা- মৃত শরফ আলী শেখ, সাং- বাড়াদী, কানাবিলের মোড় কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মডেল থানার মামলা নং-২২, তাং- ১৪/০৮/২০১৮, ধারা- ১৯৯০ সালের মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিল ৩(খ) এর এজাহার নামীয় আসামি। মামলার পর হতে আসামি দীর্ঘদিন পলাতক থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে যাবৎজীবন সশ্রম কারাদন্ড সাজা প্রদান সহ নগদ ৫০,০০০/- টাকা জমিরানা ও অনাদায়ে আরো এক বৎসর সশ্রম কারাদন্ড প্রদান করে। আসামী দীর্ঘদিন যাবৎ কক্সবাজার ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে পলাতক ছিলেন। উল্লেখ্য, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে এ ধরনের অভিযান সকল থানা এলাকায় অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *