নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ সময় রাত ০০.৪৫ ঘটিকায় “কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন ভেড়ামারা বাসস্ট্যান্ডে জনৈক জুয়েল এর জুয়েল স্টোর ও কনফেকশনারী দোকানের সামনে পাঁকা রাস্তার পাশের্^ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ইয়াবা-৮৯৫ পিছ, যাহার মূল্য আনুমানিক ৪,৪৭,৫০০/=(চারলক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত) টাকা, ও মোবাইল ফোন-০১ টি, সীমকার্ড-০১,নগদ-৫০৬/= টাকা সহ ০১ জন আসামী ১। মোঃ শিপন আলী(৪০), পিতা-মৃত কিয়ামত মালিথা, সাং- কামালপুর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।