মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥ রাজবাড়ী জেলার পাংশায় গত বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর বিকেলে রবিউল ইসলাম (বাবু) নামের এক ব্যক্তি সংবাদ সম্মেলন করেছেন। পাংশা শিল্প ও বণিক সমিতি কার্যালয়ে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। রবিউল ইসলাম (বাবু) পাংশা পৌরসভার ২নং ওয়ার্ডের পারনারায়নপুর গ্রামের কাজী নজরুল ইসলামের ছেলে। নির্যাতিত আওয়ামী লীগ পরিবারের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউল ইসলাম (বাবু) জানান, তার পিতা কাজী নজরুল ইসলাম পাংশা পৌরসভার ২নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি। বাবু ও তার পরিবারের সদস্যদের প্রতি একটি কুচক্রীমহল প্রতিনিয়ত নির্যাতন করে আসছে। রবিউল ইসলাম বাবু জানান, গত ২২শে সেপ্টেম্বর রাতে তাকে (বাবু) ও তার পিতা কাজী নজরুল ইসলামকে ঘরের দরজা ভেঙ্গে ফিল্মী কায়দার অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়ার পর সে জানতে পারে তারা র্যাব-১২ এর সদস্য। তাকে একটি মাইক্রোতে তুলে চর আফড়া মধ্যপাড়া নিয়ে ১ঘন্টা দাঁড় করিয়ে রাখে। পরে তাকে ও তার পিতাকে বাড়িতে রেখে যাওয়ার আগে তাকে বিভিন্ন হুমকি প্রদান করা হয়।
লিখিত বক্তব্যে রবিউল ইসলাম বাবু আরও বলেন, বিগত ২০১১-১২ সালে একবার তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। আবার ২০১৮-১৯ সালে ২শ’ পিস ইয়াবা দিয়ে তাকে চালান দেওয়া হয়। তাকে হয়রানী ও নির্যাতনের জন্য চর আফড়া গ্রামের ৩জন জড়িত বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহম্মদ হোসেন, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান ও দিবালোক কুন্ডু (জীবন), যশাই ইউপির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইদ্রিস আলী মন্ডল, ইউনুস আলী বিশ্বাস, মারুফ খানসহ ভুক্তভোগী রবিউল ইসলাম বাবুর পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।