ভেড়ামারা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ ভেড়ামারা উপজেলা শাখার কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাকির হোসেন বুলবুলের উদ্যোগে হিজড়া সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে ফারাকপুর উত্তর রেলগেট সংলগ্ন জাকির হোসেন বুলবুলের অফিসে এক আলোচনা সভা শেষে এই নগদ অর্থ প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ১ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ফিরোজ আলী মৃধা, জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কে এম শাহানুল হক, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক মনোয়ার হোসেন, যুবলীগ নেতা টুটুল, মাহমুদ হোসেন হিল্লোল প্রমূখ। ভেড়ামারা উপজেলাব্যাপী সকল হিজড়াদের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জাকির হোসেন বুলবুল বলেন, আপনাদের মাঝে কেউ চিকিৎসারজনিত বা খাদ্য সংকট মনে করলে আমাকে জানালে তাদের জন্য আমি সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিব। এছাড়াও এলাকার সহায় সম্বলহীন অসহায় দরিদ্রদের মাঝে জাকির হোসেন বুলবুলের সহায়তা কার্যক্রম সর্বদা দৃশ্যমান। সমাজের অসহায় মানুষের জন্য সহায়তার দরজা সবসময় উন্মুক্ত রয়েছে বলেও জানান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী আওয়ামীলগ নেতা জাকির হোসেন বুলবুল।