নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় জেলা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর জেষ্ঠ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে বৃক্ষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গড়াই নদীর তীরে নির্মিত জেলা পরিষদ রবীন্দ্র-নজরুল উদ্যানে বৃক্ষ রোপন করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ গ্রহন করেন ও নারিকেল গাছের চারা রোপন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মুন্সি মোঃ মনিরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শফিকুল আজম, উপ সহকারী প্রকৌশলী মেজবাহুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা শেখ শাহিনুজ্জামান শাহিন প্রমূখ। বৃক্ষ রোপন শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।