ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ থেকে র্যালি বের হয়ে প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বলাকা পারভিন স্বপ্না, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল আল মামুন প্রমুখ।