দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খন্ড থেকে রাকিবুল ইসলাম (৩২) নামে বাংলাদেশী এক মাদক পাচারকারীকে আটক করেছে বিএসএফ। বুধবার রাত ১০টার দিকে ভারত থেকে মাদক পাচার করার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র হাতে সে আটক হয়। আটক মাদক পাচারকারী রাকিবুল ইসলাম দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চল্লিশপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে। বর্তমানে সে প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামে শ্বশুর শাহিদুল ইসলামের বাড়িতে বসবাস করছিল।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানাগেছে, মাদক পাচারকারী রাকিবুল ইসলাম বুধবার রাতে ১৫২ মেইন সীমান্ত পিলার সংলগ্ন জামালপুর সীমান্তের ওপার ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক পারচার করছিল। এসময় ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার চরমেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে আটক করে ক্যাম্পে নেয়।
এদিকে বিএসএফ’র হাতে আটক বাংলাদেশীকে ফেরত চেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে ভারতের চরমেঘনা বিএসএফ ক্যাম্পে পত্র দিয়েছে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ জামালপুর বিওপি কমান্ডার। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিজিবি’র পাঠানো পত্রের জবাব বিএসএফ দেয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে বিএসএফ’র হাতে আটক রাকিবুল ইসলামের পরিবারের দাবি রাকিবুল রাতে মাথাভঙ্গা নদীতে মাছ ধরতে গেলে বিএসএফ তাকে আটক করে নিজ কাম্পে নিয়ে যায়।