কুমারখালী প্রতিনিধি : কুমারখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২১ উপলক্ষে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
১ অক্টোবর বিকেল ৪ টায় সময় কুমারখালী থানা চত্বরে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতিকুর ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেলের কুষ্টিয়া।
এ্যাড: জয়দেব কুমার বিশ্বাস সাধারণ সম্পাদক পূজা উদযাপন কমিটি কুষ্টিয়া, পূজা কুমারখালী পূজা উদযাপন কমিটির সভাপতি নব কুমার দও, এ্যাড: শংকর মজুমদার কাজল পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কুমারখালী, সুধাংশু কুমার ঘোষ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি।
উক্ত মতবিনিময় সভায় উপজেলার ৫৯ টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পুলিশ বাহিনীর ও আনছার ভিডিপি সদস্য রা উপস্থিত ছিলেন।