নিজস্ব প্রতিবেদক : নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের মতো পদবী পরিবর্তন, বেতন বৈষম্য নিরশন, টাইমস্কেল, সিলেকশন গ্রেড পুনঃবহাল এবং মুল বেতনের ৪০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের দাবীতে স্মারক লিপি প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১ টার সময় বাংলাদেশ সরকারী কর্মচারি সমন¦য় পরিষদ কুষ্টিয়ার নেতৃবৃন্দরা ওই জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর ওই স্মারক লিপি প্রদান করেন।

কুষ্টিয়ার জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় জনাব সাইদুল ইসলামের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব মৃনাল কান্তি দে ওই স্মারক লিপি গ্রহণ করেন।

এসময় বাংলাদেশ সরকারী কর্মচারি সমন্ময় পরিষদ কুষ্টিয়ার প্রধান উপদেষ্টা মোঃ শাহাবুদ্দিন, সভাপতি শরাফত হোসেন ও সাধারণ সম্পাদক আবু বকর, সহ-সভাপতি মোঃ সোলায়মান কবির, সহ-সভাপতি মোঃ আব্দুল ওহাব সহকারী নাজির মোঃ আহসানুর, বাংলাদেশ ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সভাপতি মোঃ পিয়ার আলী, সাধারণ সম্পাদক মোঃ খোকন শেখ সহ সমন্বয় পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সকল সরকারি দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *