রানা কাদির, চুয়াডাঙ্গা প্রতিনিধি (০২.১০.২০২১): সূপ্রিম কোর্টের রায় অমান্য করে কর্মচারীদের হয়রানীমূলক বদলীসহ নানান অনিয়মের প্রতিবাদে চুয়াডাঙ্গা রেলওয়ে সিগনাল এ্যাসেসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা রেলস্টেশন প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। শোভাযাত্রা শেষে বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ে সিগনাল এ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলম আলী ও চুয়াডাঙ্গা জেলা রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম।
বক্তারা অবিলম্ব সূপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন এবং সব ধরণের হয়রানীমূলক কর্মকান্ড বন্ধ করে রেল বিভাগে সুষ্ঠু কাজের পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানান।