নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। রবিবার (০৩ অক্টোবর) কিট প্যারেডের সালামী গ্রহণ ও কিট পরিদর্শন করেন কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। সালামী গ্রহণ এবং পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নিদের্শনামুলক বক্তব্য রাখেন। বক্তৃতায় জেলা পুলিশের সকল সদস্যকে সর্বক্ষেত্রে ডিপার্টমেন্টের শৃঙ্খলা মেনে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দেন। জননিরাপত্তা নিশ্চিত কল্পে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে সবাইকে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), কুষ্টিয়া, ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুশিল সুপার, ভেড়ামারা সার্কেল, আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ ডিআইও(১) সহ জেলা বিশেষ শাখায় কর্মরত সদস্যবৃন্দ, রিজার্ভ ইন্সপেক্টর (আরওআই), কুষ্টিয়া, আরআই, পুলিশ লাইন্স কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ।