দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তারে’র পদোন্নতি জনিত বদলির কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪অক্টোবর) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
জানাগেছে, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) শারমিন আক্তারকে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি)আফরোজ শাহীন খসরু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ খাদেমুল ইসলাম, মৎস্য কর্মকর্তা খন্দকার শহীদুল ইসলাম প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। বক্তব্যে বলেন, স্যার অত্যন্ত আন্তরিকতা ও সততার সহিত দায়িত্ব পালন করেছেন। সরকারি পদস্থ কর্মকর্তা হয়েও প্রতিনিয়ত উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করার পাশাপাশি সাধারণ জনগণের সুখ-দুঃখের সারথি হয়েছেন তিনি। করোনার সময়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।