ঢাকা অফিস : রাজধানীর অদূরে আমিনবাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় এখনো নিখোঁজ তিনজন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ছয়টি ডুবুরি দল কাজ করছে। এছাড়া নিখোঁজদের উদ্ধারকাজে যোগ দিয়েছে কোস্টগার্ডের ডুবুরি দল।
শনিবার (৯ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে ট্রলারডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিনবাজারে তুরাগ নদে পাঠানো হয়। এরপর দুপুরে আরও তিনটি ডুবুরি দল যোগ দেয়। সবশেষ বিকেল সাড়ে ৩টার দিকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট চারজনের মরদেহ উদ্ধার করা হলো। এর মধ্যে একজন নারী ও বাকি তিনজন শিশু।
প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এদিকে উদ্ধার তৎপরতায় জোর বাড়াতে বিকেলে পৌনে ৪টার দিকে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে কোস্টগার্ডের ডুবুরি দল।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমিনবাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে যোগ দিয়েছে কোস্টগার্ডের ডুবুরি দল।