দৌলতপুর প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে হ্যান্ডবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী হাইস্কুল মাঠে এ হ্যান্ডবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। হ্যান্ডবল প্রীতি ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। এ্যাড. হাসানুল আসকার হাসু’র সভাপতিত্বে হ্যান্ডবল প্রীতি ম্যাচ খেলায় বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. অনুপ কুমার নন্দী, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, নবাগত দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জব্বার, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু ও দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন। আনোয়ার সরকার স্পোর্টস একাডেমির আয়োজনে হ্যান্ডবল খেলায় ঢাকা জেলা দল ও আনোয়ার সরকার স্পোর্টস একাডেমি অংশ নেয়। হ্যান্ডবল প্রীতি ম্যাচের সার্বিক তত্বাবধানে ছিলেন, আনোয়ার সরকার স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা আনোয়ার আজম সরকার। হ্যান্ডবল খেলা দেখতে অসংখ্য দর্শক সমাগম ঘটে এবং গ্রাম বাংলায় এমন আয়োজনে দর্শকরাও ছিল খুশি।