মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হামিদ পারিবারিক ও ব্যক্তিগত কারণ জানিয়ে দল থেকে পদত্যাগ করেছেন। রোববার সকালে তিনি পদত্যাগ পত্রটি উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিএম জুবায়ের রিগ্যানের হাতে জমা দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, মালিহাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আকুব্বার আলী, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা মঞ্চের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রনি আহমেদ ডন, ৯নং ওয়ার্ড সদস্য রাজিবুল ইসলাম সাবান, ৮নং ওয়ার্ড সদস্য মনিরুজ্জামান ও ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আনছার আলী। এছাড়াও গিয়াস উদ্দিন, আল মামুন, লিটন আলীসহ শতাধিক নেতাকর্মী এসময় তার সাথে উপস্থিত ছিলেন।