ফরিদপুর থেকে কামরুল হাসান জুয়েল: ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের মুল হোতাসহ ৬ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের জিম্মা থেকে ৭ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় একজনের কাছ থেকে ২’শ পিচ ইয়াবাও জব্দ করা হয়। মঙ্গলবার ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার নগরকান্দা উপজেলার কালিখোলা গোপালপুর বাজার এলাকা থেকে চোরাই মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা সানোয়ার প্রামানিককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২’শ পিচ ইয়াবাও জব্দ করা হয়। সানোয়ারের বিরুদ্ধে এর আগেও ৭টি মাদক মামলা ও একটি চুরি মামলা রয়েছে। সানোয়ারের দেয়া তথ্য মতে আটক করা হয় মো. লিটন সিপাই(২২), দেলোয়ার প্রামানিক(৩২), আরিফ প্রামানিক(২০), নাজমুল মোল্যা(২৫), সাকিল মোল্যা(২২), আলামিন শেখ(২৭) নামের আরো ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নগরকান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আজই আদালতে হাজির করে রিমান্ড আবেদন জানানো হবে বলেও জানান পুলিশ সূত্র।