নিজস্ব প্রতিবেদক ॥ কুমারখালি-খোকসা পরিবেশক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। আগামী তিন বছরের জন্য এগারো সদস্যের নবগঠিত এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মনিরুজ্জামান মানিক। আর সাধারণ সম্পাদক হয়েছেন সোহেল রানা। গতকাল কুমারখালী ষ্টেশন চত্বরে পরিবেশক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো: হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় কন্ঠভোটে গৃহীত সিদ্ধান্তে গঠিত নতুন এই কমিটির অনুমোদন ও ঘোষনা দেওয়া হয়।

বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিবেশক সমিতির সভাপতি এবং কুষ্টিয়া চেম্বার এ্যাসোসিয়েশনের পরিচালক জিয়াদুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবেশক সমিতির সহ-সাধারণ সম্পাদক প্রকাশ কুমার সাহা, কার্যকরী সদস্য আহসানুল হক, ভেড়ামারা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক এবং বাহিরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান কচি, পাংশা উপজেলা পরিবেশক সমিতির সভাপতি নাজমুল কাদের, কুমারখালি-খোকসা পরিবেশক সমিতির উপদেষ্টা সদস্য জুলফিকার আলী হিরো এবং কুমারখালি বণিক সমিতির সভাপতি কে এম আলম টমে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালি-খোকসা পরিবেশক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো: হেলাল উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমারখালি উপজেলা যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মনসুর। সাধারণ সভায় পরিবেশকদের বিভিন্ন সমস্যা ও সেসবের সমাধান বিষয়ক দিকনির্দেশনামূলক আলোচনা হয়। নবগঠিত এই কমিটির পথচলা দৃঢ় হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন জেলা সভাপতি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *