দৌলতপুর প্রতিনিধি : আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশের অর্থায়নে পদ্মাসেতু, মেট্রোরেলসহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বাংলার প্রায় প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হয়েছে। কিন্তু বিএনপির খালেদা-তারেকের চোখে উন্নয়ন পড়েনা। বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি জিয়া ক্ষমতা দখল করে আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করেছিল বিএনপি দেশ বিরোধী ষড়যন্ত্রে আজও লিপ্ত রয়েছে। বুধবার বিকেলে দৌলতপুর সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সদস্য প্রয়াত উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আফাজ উদ্দীন আহমেদের স্বরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, মির্জা ফখরুল ইসলামরা কথায় কথায় মুখে গণতন্ত্রের কথা বলেন। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন আওয়ামীলীগের নেতাকর্মীর উপর যে পাশবিক নির্যাতন করা হয়েছিল সেদিন আপনাদের গণতন্ত্র-মানবাধিকার কোথায় ছিল। বিএনপি বাংলাদেশে যে সকল অপকর্ম করেছে তার সকল অপকর্মের বিচার করা হবে।

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ শোকসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দৌলতপুর আসনের সাংসদ অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দীন খান, সাধারন সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, কুষ্টিয়া-৩ আসনের সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সাংসদ রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. এজাজ আহমেদ মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. শরীফ উদ্দীন রিমন।
বিকেল ৩টায় শোকসভার আয়োজন করা হলেও নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সভাস্থলে হাজির হতে থাকে। ফলে সভার মাঠ ছাড়াও আশেপাশের এলাকা ও বাজাগুলোতে নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে যায়। স্বরণসভায় আফাজ উদ্দীন আহমেদসহ উপজেলা আওয়ামীলীগের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *