দৌলতপুর প্রতিনিধি : “আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ,ভালো উৎপাদনে ভালো পুষ্টি,আর ভালো পরিবেশে উন্নত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে (১৬ অক্টোবর) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিশ্ব খাদ্য দিবস-২০২১উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা অডিটোরিয়াম রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.এজাজ আহমেদ মামুন, এসময় ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.নরুল ইসলাম, উপজেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম, সাংবাদিক শফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *