রানা কাদির, চুয়াডাঙ্গা প্রতিনিধি : শেখ রাসেল দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় পুষ্প্যমাল্য অর্পণ, আলোচনা সভা ও গুণিজনদের সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়। সোমবার দুপুরে জেলা পরিদষদের আয়োজনে শেখ রাসেল দিবস পালন করা হয় চুয়াডাঙ্গা জেলা পরিষদের হল রুমে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উৎযাপিত হয়েছে। শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা, পুষ্প্যমাল্য অর্পণ ও গুণিজন সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়।

দুপুরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯ জনকে শেখ রাসেল দিবস উপলক্ষে সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভা, কেক কাটা, পুষ্পমাল্য অর্পণ ও সম্মানা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন চুয়াডাঙ্গা সরকারী আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস এম ই¯্রাফিল, সাংবাদিক আজাদ মালিতা, সরদার আল আমিন, চুয়াডাঙ্গা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ প্রমুখ।

শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) সাজিয়া আফরীন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *