রানা কাদির, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে বড়বাজার চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দেশে চলমান সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছে জেলা আওয়ামী লীগ। মানববন্ধন থেকে বক্তারা বলেন চলমান সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেশ এগিয়ে যাচ্ছে, তা বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না। মানববন্ধনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশাদুল হক বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মতিয়ার রহমান মতি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফ সহ সকল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।