নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি (২০২১-২৩)র কাছে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে প্রবীন সাংবাদিক আবদুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সভাপতি আল-মামুন সাগর ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুসহ নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ। নির্বাচন পূর্ব আহ্বায়ক কমিটির সদস্য সচিব আনিসুজ্জামান ডাবলু দায়িত্বভার প্রদান করেন। এসময় নতুন ও পুরাতন কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নতুন কমিটির সভাপতি আল-মামুন সাগর বলেন, প্রেসক্লাবের উন্নয়ন ও পেশাগত সম্মান প্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকা পালন করবে নব-নির্বাচিত কমিটি। তিনি বলেন, সাংবাদিকতার পরিবেশ ফিরিয়ে আনাটায় এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আসুন পুরনো ভেদাভেদ ভুলে সকলকে সাথে নিয়ে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করি। গণমাধ্যমের সকল কর্মকান্ডের সহযোগিতার পাশাপাশি কুষ্টিয়া প্রেসক্লাবকে অত্যাধুনিক যুগোপযোগি ডিজিটাল প্রেসক্লাব হিসেবে প্রতিষ্ঠা করতে নতুন কমিটি অঙ্গীকারবদ্ধ। সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু বলেন, জেলার সংবাদপত্র সাংবাদিকদের হারানো গৌরব ফিরিয়ে আনা এবং মর্যাদা বৃদ্বির লক্ষ্যে অপসাংবাদিকতা রোধে সর্বাত্মক ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, নতুন কমিটি আগামি দিনে সাংবাদিকতার মানউন্নয়ন ও পেশাগত উৎকর্ষ সাধনে কাজ করে যাবে। এসময় সকল নেতৃবৃন্দ নতুন প্রত্যয়ে আগামী দিনে পেশাগত সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠাসহ গণমাধ্যম কর্মীদের অধিকার আদায় ও সংগ্রামে অবিচল থাকবেন বলে অঙ্গীকার করেন।

উল্লেখ্য গত ৯ অক্টোবর কুষ্টিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আল-মামুন সাগর ও মজিবুল শেখ এবং গাজী মাহাবুব ও আনিসুজ্জামান ডাবলু প্যানেলের ৩৮জন প্রার্থী অংশ নেয়। এর মধ্যে ২টি প্যানেল থেকে ভোটে সভাপতি পদে আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু,সহ-সহভাপতি নুরুন্নবী বাবু, ডাঃ গোলাম মওলা, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, এ্যাড.পি.এম সিরাজুল ইসলাম,কোষাধ্যক্ষ পদে এম.লিটন-উজ-জামান, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক তৌহিদী হাসান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক নিজাম উদ্দিন, নির্বাহী সদস্য আবদুর রশীদ চৌধুরী,জহুরুল ইসলাম,আব্দুর রাজাক বাচ্চু,চৌধুরী মুরশেদ আলম মধু,হাসান আলী,দেলোয়ার মানিক,ইব্রাহিম হোসেন মেরাজ,আলী আহসান,সামসুন্নাহার কথা বিজয় লাভ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *