ইবি প্রতিরিধি: সারাদেশে চলমান সাম্প্রদায়িক অস্থিরতা থেকে বেরিয়ে এসে সম্প্রীতির আহবান জানিয়ে আলোর মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্র মৈত্রী।
সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে থেকে মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় তারা হাতে হাতে মোমবাতি জ্বালিয়ে, সম্প্রীতির গানের সাথে তাল মিলিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি বিশ্বিবদ্যালয়ের শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
শাখা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক মু’তাসিম বিল্লাহ পাপ্পুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় রাজনৈতিক শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান, ইবি শাখার সভাপতি আব্দুর রউফ, সহ-সভাপতি আকতার হোসেন আজাদ প্রমুখ।
সমাবেশে বক্তারা সাম্প্রদায়িকতার মনোভাব ত্যাগ করে প্রতিটি ধর্মের অনুসারীদের একে অপরের সাথে সম্প্রীতি বজায় রাখার আহবান জানান। পাশাপাশি সারাদেশে চলমান সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।
এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক মোরশেদ, দপ্তর সম্পাদক আশিক, অর্থ সম্পাদক রিপন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে ছাত্র মৈত্রী ইবি শাখার সভাপতি আব্দুর রউফ বলেন, ‘সারাদেশে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। ফেসবুকে গুজব ছড়িয়ে যেন কোন স্বার্থন্বেষী গোষ্ঠী স্বার্থ হাসিল করতে না পারে সেই বিষয়ে বাংলাদেশ ছাত্র মৈত্রী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীসহ সকলকে সদা প্রস্তুত থাকতে হবে।’