ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহে সুশাসন প্রতিষ্ঠায় জনঅংশগ্রহণের সামাজিক দায়বদ্ধতা শীর্ষক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের পবহাটি সৃজনী ফাউন্ডেশনের প্রশিক্ষণ কক্ষে ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম এর সহযোগিতায় এ সংলাপের আয়োজন করে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন ও কমিউনিটি রেডিও ঝিনুক।

তথ্য অধিকার আইন ২০০৯ এর বাস্তবায়ন বিষয়ে জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত এ সংলাপে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ। বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। প্যানেল আলোচক ছিলেন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, শিক্ষাবিদ এন এম শাহজালাল, বিসিকের কর্মকর্তা সেলিনা রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন রেডিও ঝিনুকের স্টেশন ম্যানেজার পারভীন নাহার।

অনুষ্ঠানে বক্তারা, সুশাসন প্রতিষ্ঠায় তথ্যে প্রবেশাধিকারের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠির জীবন ও জীবিকা উন্নয়ন, তাদের ক্ষমতায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং সরকারি-বেসরকারি সংস্থাসমুহের কর্মকান্ডে সমন্বয়ক বৃদ্ধি করতে সকলের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *