কুষ্টিয়ার ফেন্সিডিল ও গাঁজা সহ কুষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী কামিনী তার সহযোগীসহ বারখাদা এলাকা থেকে র্যাব-০৮ হাতে আটক হয়েছে। সুত্রে প্রকাশ গতকাল শুক্রবার রাতে ১৩নং বারখাদা ইউনিয়নের মল্লিকপাড়ার পল্লী বিদু্ৎ সংলগ্ন মিরপুর – কুষ্টিয়া মহাসড়কে চেক পোষ্ট স্থাপন করে তাদেরকে আটক করা হয়। আটকৃত হচ্ছেন চৌড়হাঁস ফুলতলার আজাদ সরদ্দারের স্ত্রী মাদক সম্রাজ্ঞি কামিনী (৪০) ও তার সহযোগী একই এলাকার মৃত আবতাব আলীর ছেলে আরিফুল আসলাম(৩২)।
র্যাব সূত্রে জানা যায় দৌলতপুর উপজেলা থেকে কতিপয় ব্যক্তি ইজিবাইক যোগে ফেন্সিডিল এবং গাঁজার একটি চালান নিয়ে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে রওনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে উক্ত স্থানে একটি চেক পোষ্ট দিয়ে তাদেরকে তল্লাশী করে এ সময় তাদের কাছ থেকে আমদানী নিষিদ্ধ ভা রতীয় ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করে র্রা।ব ৷
এ বিষয়ে সিপিসি-২, র্যাব-৮ এর অফিসার ইনচার্জ তাদের আটকের বিষয় নিশ্চত করেন এবং আটকের পর তাদেরকে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানায় । এ বিষয়ে গ্রেফতার হওয়া কামিনী ও তার সহযোগীর বিরুদ্ধে একটি মাদক মামলা হয়েছে !
উল্লেখ্য মাদক সম্রাজ্ঞী কামিনীর বিরুদ্ধে আরও একাধিক মাদক মামলা রয়েছে ৷
