নিজস্ব প্রতিবেদক : জাঁকজমকপূর্ণ ভাবে কুষ্টিয়ায় গনপ্রকৌশল দিবস-২০২১ উদযাপন করা হয়েছে। ❝সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা❞ প্রতিপাদ্যে আয়োজিত গণপ্রকৌশল দিবস ২০২১ ও আই ডি ই বাংলাদেশের গৌরবৌজ্জল ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সকালে কুষ্টিয়া পলিটেকনিক গেট সংলগ্ন কুষ্টিয়া জেলা আই ডি ই বি অফিস থেকে শুরু করে একটি শোভাযাত্রা বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে শেষ হয়। শোভাযাত্রা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ৫১তম প্রতিষ্ঠা বাষিকী ও গন প্রকৌশল দিবসের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ আইবিইবি ইনেস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর সভাপতি জামাত আলী সভাপতিত্ব করেন। এসময় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা। কুষ্টিয়া জেলা আই ডি ই বি এর নেতৃবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সুধিজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *