ঝিনাইদহ প্রতিনিধি- চতুর্থ শিল্প বিল্পবে শামিল হতে আনন্দ-আগ্রহের মাধ্যমে বিজ্ঞান চর্চা ও অনুশীলনের সুযোগ সৃষ্টির মধ্য দিয়ে মাধ্যমিক পর্যাযের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ভীতি দুর করতে হবে বলে মনে করেন ঝিনাইদহের সচেতন মহল।

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় ওয়েলফেয়ার এফোর্টস (উই) আয়োজনে অনুষ্ঠিত ‘স্কুল হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু’ বিষয়ক সেমিনারে অংশগ্রহণকারীরা এ মতামত প্রদাণ করেন। সেসময় বক্তারা বলেন, গত দুই দশকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া শিক্ষার্থীদের হার বৃদ্ধি পেলেও বিশ্ব-বাস্তবতার চাহিদার সাথে সামঞ্জস্যপুর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ শিক্ষা পরিকল্পনা সে তুলনায় অগ্রাধিকার পায়নি। বিজ্ঞান শিক্ষাকে এগিয়ে নিতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা ও উৎসাহ দিতে হবে।

ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মজিবর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার তসলিমা খাতুন, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, উই এর পরিচালক শরিফা খাতুন, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমা চৌধুরী প্রমুখ। সেমিনারে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষাবিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *