নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে কুষ্টিয়া প্রেসক্লাব আব্দুর রাজ্জাক মিলানাতয়নে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র মহাসচিব নুরুল আমির রোকন। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল মামলা প্রত্যাহার, সকল বন্ধ মিডিয়া খুলে দেওয়া ও সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী সহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলায় আটক সকল সাংবাদিকদের মুক্তির দাবি জানানো হয়। সংবিধানের কিছু ধারা সংশোধনের জন্য সর্ব সম্মতি গৃহিত হয় এবং আগামী ১৫ই জানুয়ারী ২০২২ সাংবাদিক ইউনিয়নের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। গতকাল রাতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম. আব্দুল্লাহকে তার বোনের বাসা থেকে আটক করার তীব্র নিন্দা জানানো হয়। এসময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরের কর্মকর্তা খন্দকার আজিজুল হক, ফিল্ড অফিসার পারভেজ খান। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মকুলের সঞ্চলায় আরো বক্তব্য রাখেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি লুৎফর রহমান কুমার, যুগ্ম সম্পাদক এম এ জিহাদ, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান সিফাই, কোষাধক্ষ্য এনামুল হক, প্রচার সম্পাদক নুরুন্নবী বাবু, দপ্তর সম্পাদক আব্দুম মুনিব, নির্বাহী সদস্য হায়দার আলী, বিএফইউজের কাউন্সিলর শেহাব উদ্দিন, আবদুল মান্নান, সাংবাদিক শাহরিয়া রুবেল, আসলাম হোসেন, সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়াও শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।