নিজস্ব প্রতিবেদক : গতকাল শুক্রবার বেলা ৩ ঘটিকার সময় কুষ্টিয়া জিলা স্কুল মাঠে নাসির উদ্দিন বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনষ্ঠিত হয়েছে ৷ খেলায় যে দুটি দল অংশগ্রহন করে তারা হলো পুর্বাচল ক্লাবের সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ ! এসময় জুনিয়র একাদশ ১-০ গোলে সিনিয়র একাদশ কে হারিয়ে বিজয়ী হয় ! খেলাটি পরিচালনা করেন শাহীন হোসেন ! উক্ত টুর্নামেন্টে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাচল ক্লাবের সভাপতি শাসসুদ্দিন বিশ্বাস সামু ৷ বিশেষ অতিথী ও আয়োজক ছিলেন তপন বিশ্বাস ! উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম আহামেদ তাক্কু ,জাহাঙ্গির হোটেলের মালিক দোদন সহ আরো অনেকে ! খেলাটি সঞ্চালনা করেন হাসানুজ্জামান জনি ও তানজিনুল ইসলাম মনি ! খেলা শেষে বিজয়ি দলের হাতে সম্মাননা কাপ তুলেদেন সভাপতি ও আয়োজক সামু বিশ্বাস ও তপন বিশ্বাস এবং পূর্ব মজমপুর পূর্বাচল ক্লাবের সকল সদস্য চড়ুইভাতীর মধ্যদিয়ে শেষ হয় টুর্নামেন্ট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *