বিশ্ব ডায়াবেটিস দিবসে কুষ্টিয়ায় বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া সমিতির আয়োজনে রবিবার সকাল ৯টায় ডায়াবেটিক হসপিটাল চত্বর থেকে র‌্যালীটি শহর প্রদক্ষিন করে। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টেলিকনফারেন্সে মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড.আআমস আরেফীন সিদ্দিক। কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম। প্রধান বক্তা প্রখ্যাত হৃদ রোগ বিশেসজ্ঞ ও সার্জন প্রফেসর ড.এস আর খান। বিশেষ অতিথির বক্তব্য দেন বারডেমের ডাইরেক্টর ফারুক আজম খান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ আব্দুল মোমেন, কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান টর্লিন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সারাবিশ্বে ডায়াবেটিস রোগ প্রতিনিয়ত বাড়ছে। সুস্থ সবলভাবে বেঁচে থাকতে হলে নিয়মিত ডায়াবেটিস আছে কি-না পরীক্ষা করতে হবে। এবং নিয়মতান্ত্রীক জীবন যাপন করতে হবে। তাহলেই আমরা সুস্থ সবল থাকতে পারব। এদিকে বিশ্ব ডায়াবেটিস দিবসে ঢাকার বাইরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রথম বারের মত কুষ্টিয়া ডায়াবেটিক সমিতিতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সকল ডায়াবেটিস রোগিদের ডিজিটাল নিবন্ধন উদ্বোধন করা হয়। নিবন্ধন করে যেকোন ডায়াবেটিস রোগি ডিজিটাল পদ্ধতিতে দেশের যে কোন ডায়াবেটিক সমিতির কেন্দ্র থেকে চিকিৎসা সেবা নিতে পারবে এবং মেডিকেল রেকর্ডও সংগ্রহ করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *