বিশ্ব ডায়াবেটিস উপলক্ষে ভেড়ামারা ডায়াবেটিস সমিতিতে বিনামূল্যে চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মোট ২২৫ জন কে অপারেশন এর জন্য খুলনা বিএনএসবি হাসপাতালে প্রেরণ করা হয়।
“ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে ভেড়ামারা ডায়াবেটিস সমিতিতে আজ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সমিতিতে বিনামূল্যে চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্পেও বৃষ্টির মধ্যে ও উপচে পড়া ভিড়। এ সময়ে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডায়াবেটিস সমিতির সভাপতি দীনেশ সরকার, সাধারণ সম্পাদক ড.অমরেন্দ্র নাথ বিশ্বাস, নির্বাহী সদস্য ডাঃ কামরুল ইসলাম মনা, মাহমুদ হাসান বিন ঝন্টুসহ কমিটির সদস্যবৃন্দ।
প্রায় ৫ শতাধিক রোগী দেখা হয়।