নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়া তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাংবাদিকতার পথিকৃৎ,বৃহত্তর কুষ্টিয়া থেকে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা, দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক,সাপ্তাহিক জাগরণী ও দি বাংলাদেশ রিভিউ (উইকলি) কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, এপার বাংলা-ওপার বাংলায় সাহিত্যজগতে স্বনামধন্য জনপ্রিয়, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুর রশিদ চৌধুরীর জন্মদিন। গতকাল কুষ্টিয়া শহরে খেয়া রেস্তরায় সন্ধ্যায় সহকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ যেন ছিল গুরুর প্রতি শিষ্যদের অকৃতিম শ্রদ্ধা ভালবাসার বহি;প্রকাশ। সৎ, আদর্শবান, কর্মঠ প্রবীণ এই গণমাধ্যমকর্মীর জন্মদিনে তাঁর প্রতি সশ্রদ্ধা সালাম জানিয়েছেন জেলার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ ও সুশীল সমাজ। আমরা সকল ক্ষুদ্র সংবাদপত্র জগতে তাঁর সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়েছে। সময়ের প্রতি শ্রদ্ধাশীল, নিয়মানুবর্তিতা, স্পষ্টবাদি, অভিজ্ঞ এই মানুষটি সব গণমাধ্যমকর্মীদের কাছে তো বটেই সব শ্রেণি পেশার মানুষের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। তাঁর সমালোচক কিংবা বিরুদ্ধচারণ করার মানুষ রয়েছে বলে আমাদের জানা নাই । সাংবাদিক, কবি, লেখক, সাহিত্যিক আবদুর রশীদ চৌধুরীর জন্মদিনে আবারো জানায় সশ্রদ্ধ সালাম, দোয়া, ও শতবর্ষী আয়ূ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *