নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল ১৫/১১/২০২১ তারিখ সোমবার জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় আমার বাড়ি আমার খামার প্রকল্প ও খোকসা উপজেলা ভূমি অফিস দর্শন করেন। এছাড়াও খোকসা থানা, খোকসা উপজেলার সোমসপুর ইউনিয়ন ভূমি অফিস, একটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি এনজিও পরিদর্শন করেন। এদিন জেলা প্রশাসক, কুষ্টিয়া উপজেলা প্রশাসন, খোকসা, কুষ্টিয়া এর আয়োজনে ২০২১-২২ অর্থ বছরের “বিশেষ এলাকা উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত)” শীর্ষক প্রকল্পের অধীনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসক, কুষ্টিয়া উপজেলা প্রশাসন, খোকসার আয়োজনে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, খোকসা, কুষ্টিয়া এর সহযোগিতায় “দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টিসমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য ও বাজারজতকরণ কর্মসূচি” শীর্ষক প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন জনাব মেজবাহ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, খোকসা, কুষ্টিয়া এবং জনাব মোঃ ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভূমি), খোকসা, কুষ্টিয়া।