নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া মোহিনি মিলেৱ স্বত্বধিকাৱি কলকাতার ভবানীপুর নিবাসি দেবি প্ৰসাদ চক্ৰবর্তি (কানু বাবুৱ) জামাই,বাঁশৱি ৱয়েৱ স্বামি দৃর্ঘ্য ২৭ দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্ছা লড়ে গত ১৬ নভেম্বর বেলা ১২ টা ৩০ মিনিটে এহোলকের মায়া ত্যাগ করে পরোলক গমন করেছেন মূত্যুকালে তাৱ বয়স হয়েছিলো,৮৭ বছর ! তিনি এক কন্যা এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তার মৃত্যুতে বিনম্র শ্রদ্ধা ও শোকাহত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক দেশতথ্য পরিবার