রানা কাদির, চুয়াডাঙ্গা প্রতিনিধি(১৯.১১.২০২১) : চুয়াডাঙ্গায় তুলার ফলন বৃদ্ধি ও তুলা আবাদের জমিতে এই সঙ্গে সাথী ফসল ফলিয়ে চাষীদের অধিকতর লাভবান করার জন্যই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুর মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জোনাল অফিসের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ আখতারুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ভারপ্রাপ্ত তুলা ইউনিট অফিসার আমজাদ হোসেন, তুলা উন্নয়ন কর্মকর্তা এস.এম.ইজাবুল ইসলাম, জিনার গোলাম সাবের লালসহ ইউনিট অফিসারগণ।

সমাবেশে বক্তব্য রাখেন তুলা চাষী মঞ্জুর কাদির, লিটন, মাসুম কামাল, মনরিুল হাসান প্রমুখ।

সমাবেশে জানানো হয় চুয়াডাঙ্গা জোনাল অফিসের আওতায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ১৬টি ইউনিটের ২০২১-২০২২ অর্থ বছরে ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে তুলা চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। তবে এবার চাষ হয়েছে ৪ হাজার ৩৩২ হেক্টর জমিতে। এ মৌসুমে প্রায় ১২ হাজার মেট্রিক টন তুলা উৎপাদনের সম্ভবনা রয়েছে।  কৃষক সমাবেশে প্রায় শতাধিক তুলা চাষী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *