নিজস্ব প্রতিবেদক : শুক্রবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় মজমপুরস্থ আল- আমিন সুপার মার্কেট ২য় তলা (জিলা স্কুলের সামনে) অনলাইন সাংবাদিকদের অধিকার আদায়ের জাতীয় সংগঠন অনলাইন প্রেস ইউনিটি, কুষ্টিয়া জেলা শাখার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়৷
সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জেলা সভাপতি শৈবাল আদিত্যের সভাপতিত্বে জরুরী সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মিলন মাযহার, ওয়াহিদ ইউসুফ খান লিটন, সহ-সভাপতি অর্পন মাহমুদ ,শরিফুল হক পপি, সাধারণ সম্পাদক নাব্বির আল নাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রবিউল, সহ-সাধারণ সম্পাদক মোমিনুল হক মোমিন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রুমেল, অর্থ সম্পাদক ওয়াহিদুজ্জামান অর্ক, প্রকাশনা সম্পাদক প্রিতম মজুমদার, দপ্তর সম্পাদক পাভেল ইমতিয়াজ, কার্যনির্বাহী সদস্য আক্তার হায়দার, জালাল খোকন প্রমুখ৷
সভায় সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে জেলা কমিটিকে বর্ধিতকরণ ও নিষ্ক্রিয় সদস্যদের সক্রিয় করার ব্যাপারে আলোচনা করা হয়৷ সভায় সর্বসম্মতিক্রমে দুটি নতুন পদ সংযুক্ত করে ‘সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক’ পদে প্রচার সম্পাদক সেলিম আহমেদ তাক্কুকে এবং ‘সাংস্কৃতিক সম্পাদক’ পদে সুফী সাজেদুল ইসলাম ডালিমকে মনোনীত করা হয়৷ এছাড়া আলোচনাসাপেক্ষে সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি মিলন মাযহারকে ‘সিনিয়র সহ-সভাপতি’, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রবিউল ও দপ্তর সম্পাদক পাভেল ইমতিয়াজকে ‘সহ-সভাপতি’, সহ-সাধারণ সম্পাদক মোমিনুল হক মোমিনকে ‘যুগ্ম-সাধারণ সম্পাদক’, কার্যনির্বাহী সদস্য আক্তার হায়দারকে দপ্তর সম্পাদক এবং সহ-প্রকাশনা সম্পাদক আব্দুর রহমানকে প্রচার সম্পাদক হিসেবে মনোনীত করা হয়৷
সভায় কুষ্টিয়া মুক্ত দিবস উপলক্ষ্যে আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ‘মুক্তিযোদ্ধা সম্মাননা, জেলা কমিটির অভিষেক ও ‘অনলাইন সাংবাদিকতার সীমাবদ্ধতা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা’ আয়োজনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ মুক্তিযোদ্ধা ও সম্মানিত অতিথিবৃন্দের সম্মাননা ক্রেষ্ট, উত্তরীয়, মধ্যাহ্নভোজ এবং সুভ্যেনির প্রকাশনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷
সভা সঞ্চালনা করেন সংগঠনের নবনির্বাচিত সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম আহমেদ তাক্কু৷