দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মা. সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খাইরুল আলম। বক্তব্য রাখেন, জেলা নির্বাচন অফিসার মো. আনিছুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর নির্বাচন অফিসার মো. গোলাম আজম। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরএম সেলিম শাহ্ নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু ও দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিনসহ রিটার্নিং অফিসারবৃন্দ। দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে মতবিনিময় সভা পরিচালনা করেন, দৌলতপুর মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে বিকেল সাড়ে ৩টায় মতবিনিময় সভা শুরু হয়। মতবিনিময় সভায় দৌলতপুরের ১৪ ইউনিয়নের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল চেয়ারম্যান প্রার্থী উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে প্রার্থীরা অবাঁধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করে মতামত ব্যক্ত করেন। তবে মথুরাপুর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল ওরফে নাড়– হাজী আহত অবস্থায় মতবিনিময় সভায় উপস্থিত হয়ে তার ওপর নৌকার প্রার্থীর হামলার ঘটনা বর্নণা করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়লে উপস্থিত সকলে হতবাক হোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *